ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র
আরব বিশ্বের ক্যান্সার
এমন মরণ ব্যাধির সংক্রমণ
সবচেয়ে বড় ড্যাঞ্জার।
ব্যাধির ব্যথায় চটপটানিতে
অস্থিরতায় যায় দিন
ব্যথা বাড়াতে ব্যথার উপর
আঘাত করে প্রতিদিন।
ক্যান্সার নিরাময়ে দরকার
প্রোপার ট্টিটমেন্ট
একতাবব্ধ থাকে যদি সদা
মুসলিম সেন্টিমেন্ট।
ওরে মুসলিম আর কোনোদিন
কিনবে না তাদের পণ্য
প্রতিবাদ হোক আরো তীব্র
নিশ্চয় হবে তুমি ধন্য।
জায়নবাদ খাটায় মেধা প্রতিভা
করতে তোমায় শ্মশান
তুমিও খাটাও মেধা প্রতিভা
ব্যথার করতে অবসান।
সময় নয় নষ্ট ওরে মুসলমান
দৃষ্টি ফিরাও বারেক
তোমায় ধ্বংস করতে সকল
শয়তানই হয় এক।
ইনশাআল্লাহ আসবে বিজয়
সত্য আসবে আবার
হাসবে সবাই আল্লাহ সহায়
ভয় পাবে না আর।