অনেকে লিখেই ভাবে হয়ে গেছে লেখক
লেখকের লেখা হোক মানবতার সেবক!
লেখাটা হোক পাঠক প্রিয় এবং জনপ্রিয়
লেখক হলো সমাজের দর্পন ও বিশোধক।
লেখকের লেখা তলোয়ারের চেয়ে ধারালো
সেই ধারের কষাঘাতে অজ্ঞতাকে তাড়ালো,
ঝিকিমিকি চকচক করে উঠে পাঠকের অন্তর
ছড়াতে থাকে দিকে দিকে বিকশিত আলো।
লেখক পাঠক মানসিক সম্পর্কে হয় একাকার
প্রেমাঙ্গনে ঘাট বেঁধে চলে সরাতে যত আঁধার,
আলো এসে একেবারে দূর করে আঁধারের চিহ্ন
আলোয়ে আলোয়ে বন্ধন সুদৃঢ় হয় সুখেরাধার॥