বিষাদের ক্ষয়


শুনেছি কবিরা রাগ করে না
রাগ করলেও তা ধরে রাখে না
কিন্তু এমন কবিকে দেখি
সম্পর্ক গড়ে তোলে মেকি
সামন্যতেই দূরত্ব রাগ ভুলে না।

কবিরা নাকি বড়ো মনের হয়
মনেতে থাকে না রাগের ভয়
স্বার্থটাকে করে তুচ্ছ
নাড়ায়না কোনো পুচ্ছ
আপন করিতে করে সমন্বয়।

ব্যবধান নয় হতে হবে কাছাকাছি
প্রাণ খুলে হবে ভালো বাসাবাসি
বুকে বুকে জড়াজড়ি
ধুকে ধুকে নাহি মরি
পাশাপাশি উড়বো হয়ে মৌমাছি।

কবির চিন্তার বিকাশ হবে অমলিন
কবিতে কবিতে হয়ে যাবে বিলীন
সাগরের মতো যার তল
সাহসে যোগায় মনোবল
সম্পর্ক অটুট থাকে যেন অন্তহীন।

রাগ করা কবিদের শোভনীয় নয়
রাগহীন করবে পাঠকের মন জয়
দায় তার এইটুকু
দিতে হবে সবটুকু
দূর হবে রুহ থেকে বিষাদের ক্ষয়।

১৭.০৯.২৪