ইসরাইল নামক রাষ্ট্র বিষপিঁপড়ের মতো
বিষ কামড় দিতেছে ফিলিস্তিনে শত শত।
তার অমানবিক হুঙ্কারে নিরস্ত্র জন জীবন
ধ্বংস বিধ্বস্ত বিভীষিকাময় অসহ সর্বক্ষণ।
বিশ্ব মোড়ল জাতিসংঘ চেয়ে চেয়ে রয়
সাহসে ইসরাইল ফিলিস্তিন করে মরুময়।
মানবতার বিরুদ্ধে আঘাত করছে ইসরাইল
ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে তাদের মিসাইল।
নারী শিশু রেহাই পাচ্ছে না তাদের থেকে
হিংস্র ছোবল দিচ্ছে একেবারে ঘাড় বেঁকে।
নিজ দেশে পরবাসি ফিলিস্তিন এই জনপদ
চেপে বসেছে তাদের উপর ইসরাইলাপদ।
ওরে মুসলিম বিশ্ব এখনো ঘুম ভাঙবে না?
ফিলিস্তিনি ভাইদের পাশে কি দাঁড়াবে না?
ও আই সি মুসলিম সংস্থা রবে না পিছিয়ে
মনোবল পাবে মুসলিম যোদ্ধা যাবে এগিয়ে।
সকল মুসলিম এক হও সব ভেদাভেদ ভুলে
শক্তি যে তোর হৃদয়ে যারা আছে ঈমান মূলে।
বাধা দাও হুঙ্কার ছোঁড়ো কালিমা তোমার অস্ত্র
আকাশ থেকে সাহায্য আসবে থাক যদি সশস্ত্র।
ন্যায়ানুগ ভাবে সংগ্রাম করো চরম ভাবে ধৈর্যসহ
নিরপরাধের নয় কোন ক্ষতি লড়াই হোক অর্থবহ।
ভয় পাবে না হতাশ হবে না ধ্বংস হবে ইসরাইল
ভরসা হোক নিখাদ আল্লায় যতই থাকুক মিসাইল।