বিপ্লব মানে-মানব রচিত আইনের আমূল পরিবর্তন করার সর্বাত্মক প্রচেষ্টা।
বিপ্লব মানে-স্বৈরাচারীর তখতে তাউসে মরণ কাঁপন।
বিপ্লব মানে-অধিকার আদায়ের চূড়ান্ত আন্দোলন।
বিপ্লব মানে-মিথ্যার অবয়বে চরম কুঠারাঘাত।
বিপ্লব মানে-বঞ্চিতের অধিকার বাস্তবায়নে প্রসারিত হাত।
বিপ্লব মানে-চোর ডাকাত দুর্নীতিবাজদের সমূলে করবে উৎখাত।
বিপ্লব মানে-সম্মিলিত প্রয়াসের একদল বিদ্রোহী জনতার উত্থান।
বিপ্লব মানে-হক ও বাতিলের চির অবসান।
বিপ্লব মানে-তাওহীদ প্রতিষ্ঠা ও শিরকের মর্মমূল অপসারণে চলমান প্রচেষ্টা।
বিপ্লব মানে-ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকা।
বিপ্লব মানে-সৎ কাজের আদেশ অসৎ কাজে শক্ত ভাবে বাধা দান।
বিপ্লব মানে-এক আল্লাহর দিকে অবিরত আহ্বান।
বিপ্লব মানে-সকল বিশ্বাসী উসওয়ায়ে হাসানার গুণাবলী অর্জন।
বিপ্লব মানে-অসংস্কৃতির বিপরীতে ইসলামী সংস্কৃতির বিকাশ সাধন।
বিপ্লব মানে-অত্যাচারী শাসকের বিরুদ্ধে মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করা।
বিপ্লব মানে-ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়া।
বিপ্লব মানে-তিক্ত হলেও সত্য কথা বলে যাওয়া।
বিপ্লব মানে-আদেশ নিষেধ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা।
বিপ্লব মানে-এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব না করা।
বিপ্লব মানে-সৃষ্টি যার আইন চলবে তার এই বিধান প্রতিপালন করা।
বিপ্লব মানে-আল্লাহর বিধান অনুযায়ী সকল কিছুর ফয়সালা নির্ধারণ করা।
বিপ্লব মানে-আল্লাহর কাছে ছাড়া অন্যের কাছে কোনো কিছু না চাওয়া।
বিপ্লব মানে-কুফরি, জালেমি, ফাসেকি ও মুনাফেকি থেকে দূরে থাকা।
বিপ্লব মানে-পাপাচার কদাচার অনাচার থেকে বেঁচে থাকা।
বিপ্লব মানে-মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়া।
বিপ্লব মানে-রাসূলের জীবন পদ্ধতি আন্তরিক ভাবে অনুসরণ করা।
বিপ্লব মানে-নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করা।
বিপ্লব মানে-নারীতে¦র কমনিয়তায় আল্লাহর হুকুমের যথাযথ ফলো করা।
বিপ্লব মানে-ইসলাম কায়েমের প্রাণান্তকর চেষ্টা সাধনা করা।
বিপ্লব মানে-বাতিলের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার চেতনা।
বিপ্লব মানে-নাস্তিকতার চেতনাকে সমূলে মৃত্তিকা বিবরে পুঁথে ফেলা।
বিপ্লব মানে-আলেমরুপী শির্ককারীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা।
বিপ্লব মানে-সত্যকে সত্য ও মিথ্যাকে বলার সৎ সাহস রাখা।
বিপ্লব মানে-লা-ইলাহা ইল্লাল্লাহ-একত্ববাদের মূলমন্ত্র মানা।
বিপ্লব মানে-মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিপ্লবের সেনানায়ক জানা।
বিপ্লব মানে-সাহাবায়ে কিরামদের মর্যাদাকে সমুন্নত রাখা।
বিপ্লব মানে-ভন্ড পীর আকাবির শায়খদের মান্য না করা।
বিপ্লব মানে-মন্দ স্রোতের বিপরীতে সত্য ও সুন্দরের পথে চলা।
বিপ্লব মানে-ব্যক্তি থেকে পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান মতে চলা।
বিপ্লব মানে-অর্থনৈতিক কাঠামো ইসলামী আদলে সাজানো।
বিপ্লব মানে-যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে বৈষম্য দূর করা।
বিপ্লব মানে-চারিত্রিক সৌন্দর্যের উন্নত মানসিকতা নির্মাণ করা।

১১.০৭.২০২৪