বিপ্লব ঘটাতে হও সবে তবে এক
বিড়াল চেতনা নয় বাস্তব সম্মত
পদক্ষেপ নিলে সেই দিন ফিরে পাবে
রেষারেষি ভুলে গিয়ে হাতে রেখে হাত
এগোবে সামনে লাভ হাত ছাড়া নয়
লোকসান নয় কোনো সংসয়বাদ
মনের মাঝে না রেখে সাহসী কদমে
বিপ্লব ফিরে এসেই চন্দ্রমা উঠুক।।
জন মনে আশা জাগে একবার চেষ্টা
করে যাও কাজ আর মানবতা ক্ষুণ্ণ
না করে ন্যায়ের পথে হেঁটে যেতে হবে
ভয়ে ভীত হয়ে গেছে সমাজ প্রান্তর
অপেক্ষা করছে তাই বিপ্লব ঘটাতে
জড়ো হয়ে ঝড় তোল মিটে যেন তেষ্টা।।
লেখা : ১৪.০৭.২০২১