বিক্রি করে
বিবেক বুদ্ধি বিক্রি করে
বিশ্বাস করে মাটি,
এদের কথায় খই ফোটে
মনে হয় কত খাঁটি।
টাকার লোভে পাপে পড়ে
এমপি হবার আশা,
মিরজাফরের তকমা গিলে
কি যে সর্বনাশা।
কে যে সঠিক কে যে বেঠিক
বুঝা বড়ো দায়,
যাকে সবাই বিশ্বাস করতো
সেও ধোকা দ্যায়।
নির্বাচন এলে বোঝা যায়
কয় জন সত্যবাদী,
ভয়ের চোটে অপরাধের
হয় না প্রতিবাদী।
নানা মুখী পরীক্ষা আসে
যদি করে ফেল,
সমাজ রাষ্ট্রে কোনোখানে
রয় না তবে বেল।
লাঞ্চনার মালা গলায় দিয়ে
এদিক ওদিক ঘুরে,
ঘৃণার চোখে দেখে তাদের
সত্য রাখলো দূরে।
৩০/১১/২০২৩