কত শত বীজ অঙ্কুরিত হয়ে শাখা মেলে
ধীরে ধীরে ভরে যায় ডালপালায়
প্রকৃতি সাজে নব আমেজে সুন্দর সুষমায়
পক্ষীকুলের কুহুতানে মন হারায়।
পত্র পল্লব নড়ে আর নড়ে দুরন্ত বাতাসে
মনোরম আবহ বয়ে যায়
উষ্ণ আহাওয়ায় প্রচন্ড তাবদাহে হিমেল
বাতাসে প্রশান্তি ফিরে পায়।
নানা রংয়ের ফুল ফোটে পবিত্র ছোঁয়ায়
আহা!দেখতে কত নান্দনিক
সেই সৌন্দর্যে মন হারিয়ে যায় মুগ্ধতায়
পুলকিত হয় অসীম অধিক।
যেভাবে গোলাপ ফোটে আরও নানা ফুল
গাঁদা শিউলী শিমুল সূর্যমুখী
মানব প্রকৃতিও সেভাবে নিজেকে ফোটায়
যাতে কেউই না থাকে দুখী।
হাসনাহেনার ঘ্রাণ হৃদয়ে তোলে আনচান
কোমল সুবিমল হবে সকলে
সবাই সবার জন্য হবে সহনশীল পরোপকারী
এ ভাবেই সুষ্ঠু সমাজ মেলে।
সেই সুষ্ঠু সমাজ তারিফ করবে মহান আল্লাহর
রবে তাওহীদের বাঁধনে দৃঢ় বন্ধন
ছিঁড়বে না মুচড়াবে না তা ভাঙবে না কখনো
মালার মতো গেঁথে রবে আজীবন।