বিজয়ের মাস
বিজয়ের মাস ডিসেম্বর
কাঙ্খিত বিজয় আজো আসেনি
আসেনি বলে দুঃখ কষ্টও কাটেনি
ক্ষমতায় যারাই আসে তারাও
ওদের মতোই শোষক সাজে।
এত রক্ত ঝরা আত্মত্যাগ
বৃথাই গেল! নিষ্ফল হয়ে গেলো!!
স্বজন হারাদের এই যে কষ্টগুলো
শাসনভার যার হাতেই আসে
কিন্তু জনগণ সুফল পায় না।
জীবনমান বীভৎসময়
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কষ্টে
চরিত্রগত অনৈতিকতার ভ্রষ্টে
উনূনে পাতিল চড়ে না
অভাবে বাজারে যায় না।
একটি শোষণ থেকে এসে
আরেকটি শোষণের হাতে বন্দি
গণতন্ত্র কবর দিয়ে হয় না সন্ধি
যে লাউ সেই কদুই হইলো
আসল বিজয় নাহি পাইলো।
কামনা করি ভালো প্রত্যাশা
বদলে আসুক সততার আলোকে
আর বদলে যাক মনেরা ভালোতে
বিজয় সার্থকতা পাবে চিরন্তর
সুখেরা ফিরে আসবে নিরন্তর।
তবেই দেখতে পাবে আসল জয়
হবেই হবে অমানবিকতার ক্ষয়॥
কল্যাণপুর, ঢাকা।
০১ ডিসেম্বর ২০২২
১৬ অগ্রহায়ণ ১৪২৯
০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪