বিজয় দিবস
একাত্তুরের ডিসেম্বরের ষোল
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে,
বহু ত্যাগের বিনিময়ে এলো
স্বাধীনতা বাংলাদেশে।
শোষণমুক্ত করতে দেশ
অস্ত্র ধরলো যারা,
দেশের প্রেমে দেশের টানে
সব হারালো তারা।
হামীদুর জাহাঙ্গীর রুহুলদের
তাজা রক্ত ঢেলে,
দিয়েছে বলেই আমাদের এই
স্বাধীনতা মেলে।
কামাল মতিউর নূর আব্দুর রউফ
প্রাণপণ করে লড়াই,
তাদের দেয়া বিজয় নিয়ে আজ
আমরা করি বড়াই!
আরো যারা অস্ত্র নিলো হাতে
তাদের করি স্মরণ,
তাদের পথেই চলবো সবাই
করবো অভিসরণ।
এ জয় তো নয় শেষ জয়
আসল জয় ঐ কালে,
আমরণ যত ভাল কাজ
করে যাই এ কালে।
কল্যাণপুর, ঢাকা।
১৬ ডিসেম্বর ২০২২
১ পৌষ ১৪২৯
২১ জমাদিউল আউয়াল ১৪৪৪