বিজ্ঞ

স্রষ্টার সৃষ্টি অনুভব করতে
যারা করে ভ্রমণ,
সৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হয়ে
ভাবে তা সারাক্ষণ।

কী অপরুপ শোভা বর্ধন
অতুল সমারোহ,
সবুজ শ্যামল প্রকৃতিতে
নানান মহীরুহ।

দৃষ্টি সবার দীপ্ত হয়
তৃপ্তিতে অনন্য,
নয়নাভিরাম দৃশ্য দেখে
হয় না মন শূন্য।

অনুপম সাজানো সৃষ্টিতে
কেউ পায়নি খুঁত,
বিশ্বাস সরোবরে জোয়ার
বয়ে যায় নিখুঁত।

বিশ্বভুবন করতে ভ্রমন প্রভু
বলেছেন কুরআনে,
একটু ভাবো চিন্তা করো
কী আছে বিধানে!

নানা রুপ রংয়ের সমাহার
বিপুল ভাবে ছড়িয়ে,
আছে বিশ^ময় অয়োময়
কেউ যায়না এড়িয়ে।

কে আছে নাদান প্রতিদান
পেয়েও অকৃতজ্ঞ!
মানিয়াছে তারে অকাতরে
সেই-ই হলো বিজ্ঞ

কল্যাণপুর, ঢাকা-১২০৭।
১১-মে-২২