বিদায় বেলায় মোরে করিও দোয়া
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....

কত দিন কত সময় কাটিয়েছি সবার মাঝে
সেই স্মৃতি পড়ে রবে সকাল সাঁঝে,
আমিও তো মুছে যাব স্মৃতি থেকে
শামিল রাখিও মোরে তোমাদের দোয়ায়....

ছিল কত আদর মমতায় ঘেরা জীবন আমার
কখনো দেখা হবে না তোমাদের সাথে আর,
সকলেরই হবে সেই একই ঠিকানা
ভালোটুকু করে যাও জীবনের এই মেলায়....

চিরদিন এ জগতে থাকার নেই তো উপায়
জানাযা দিয়ে নিয়ে যাবে কবরে হায়!
আমি তো রবো নিরব নিথর খাটিয়ায়
তোমাদের আপন ভেবে রাখিও হৃদয়ে আমায়....

ছিল কত ভুল ত্রুটি আচরণে কিংবা কথায়
নিজ গুণে ক্ষমা করে দিও তোমরা আমায়
অবিচল থাকতে পারি প্রশ্নের সময়
সেই মহামসিবতে প্রভুর দয়া যেন হয় সহায়....

বিদায় বেলায় মোরে করিও দোয়া
হে প্রিয় বন্ধু স্বজন,
তব ভালোবাসায় হব ধন্য তখন আমার
প্রাণহীন দেহখানী যখন ভূতলে লুকায়....

কল্যাণপুর,ঢাকা।
২৩.১২.২০২১