বিবাহ্
শরীয়তের বিধান মতে
নারী পুরুষের মিল,
জাঁকজমক পূর্ণ আবহে
করে রে ঝিলমিল!
প্রস্তাবকের প্রস্তাবনায়
উভয়ে বলে কবুল,
মোহরানার দেনা শোধে
করে নাকো ভুল।
বিজ্ঞ যারা তাদের থেকে
স্বাক্ষী রাখতে হয়,
শুভ কামনায় দোয়া করেন
ইমাম তার খুতবায়।
অলীমাতে আয়োজন করে
উন্নত খাবারের ব্যবস্থা,
আয়োজন করে সাধ্য মতো
যার যেমন অবস্থা!
এমনি ভাবে সম্পন্ন হয়
আনন্দেরই প্রবাহ্,
সামাজিক ভাবে যাকে বলে
সত্যিকারের বিবাহ্।
সুখময় জীবন যাপন করতে
পবিত্র এক বন্ধন,
মিলন বিরহ ভালোবাসায়
লাগে দৃষ্টিনন্দন!
কল্যাণ পুর, ঢাকা।
১০.০৮.২০২২