ভাবনা
একটি বছর গত হলো
কয়টি ভাল কাজ!
করছি কি না মনকে বলি
দিওনা লজ্জা আজ!
পাপের বোঝা হলো ভারি
নুইয়ে গেল পিঠ!
পাপে পাপে পাপী হলো
ডাস্টবীনের কিট!
আসছে বছর ভাবছি এখন
সঠিক পথে চলবো,
অনুতাপের পাতায় রেখে
অতীত তবে ভুলবো।
ভাল কাজ করাই হলো
দ্বীনের পথে থাকা,
লোক দেখানো ভাল কাজে
নেকের ডালা ফাঁকা।
খাঁটি দিলে দ্বীনের পথে
চলরে সবে চল্,
কাছের মানুষ প্রিয়জনদের
সেই কথাটি বল্।
কল্যাণপুর, ঢাকা।
০২ জানুয়ারী ২০২৩
১৮ পৌষ ১৪২৯
০৮ জমাদিউস্ সানি ১৪৪৪