বাজার দর অগ্নিমুখী
পুড়ে সবার মন,
পুড়ে তো পুড়ে সারার জন্য
নেই যে কোন ধন।

সংসারে চাহিদা মিটাতে গিয়ে
হিমশিম খায় যারা,
রিক্ততাতে তিক্ততা বাড়ে
কিছুই বলে না তারা।

নিজের ব্যথায় নিজেই মরে
হতাশা আসে মনে,
কেমন করে কোনোমতে বাঁচে
ভাবে ক্ষণে ক্ষণে।

রাজ্য রাজা প্রজার কষ্টে তার
নেই তো ভাবনা,
রাজাই কেবল সুখে থাকুক
নিজ স্বার্থ কামনা।

বাজার দর বাড়াতে যারা
করে যায় সিন্ডিকেট,
কঠোর আইনে সঠিক বিচার
কেন্ করে না গভঃমেন্ট?

অদৃশ্য এক শক্তির কাছে
একদিন হবে বিচার,
ইনসাফভিত্তিক সেই বিচারে
কেউ পাবে না পার।

তাঁরই ভয় হৃদয়ে রেখে, করো
তুমি দেশ শাসন,
বাজার দর নিয়ন্ত্রণে রাখতে, সাজাও
তেমন প্রশাসন।

জবাবদিহিতার আওতায় তাদের
আনতে হবে তাৎক্ষণিক,
ইনশাআল্লাহ, সুশাসনে গড়বে দেশ
সত্য, সুন্দর ও সঠিক।

কল্যাণপুর, ঢাকা-১২০৭।
২০.০৩.২০২২