বাড়াবাড়ি ভালো নয়
বাড়াবাড়ি ভালো নয়
যদিও একটু ক্ষতি হয়!
সমঝোতা মন্দ নয়।
নয় কোন কড়াকড়ি
নয় কোন ধরাধরি
আপসরফা তিক্ত নয়।
কমবেশি ছাড়তে হয়,
নইলে কি আপস হয়?
শত্রুতা একটুও নয়।
বন্ধুত্ব যেন গাঢ় হয়
সবাই যেন ভালো কয়
বন্ধনটাও মজবুত রয়।
হিংসাহিংসি রেষারেষি
কোনো দিনও কাম্য নয়
রাখো মনে স্রষ্টার ভয়।
কল্যাণপুর, ঢাকা।
২৫ অক্টোবর ২০২২
০৯ কার্তিক ১৪২৯
২৮ রবিউল আউয়াল ১৪৪৪