বাবা মানে
বাবা মানে নিত্য দিনের স্নেহ ভালোবাসা
বাবা মানে পূরণ হয় চাওয়া মনের আশা।
বাবা মানে প্রতিরোজ রাখে আমার খোঁজ
বাবা মানে ক্ষমা চাইলে মাফ করে দোষ।
বাবা মানে বুঝতে দেয় না নিজের শত কষ্ট
বাবা মানে শত অপরাধেও হয় নাতো রুষ্ট।
বাবা মানে বিপথগামি যেন না হই
দেয় যে উপদেশ,
বাবা মানে ঘরের ভিতর রাখে একটি
সুন্দর পরিবেশ।
বাবার ছোঁয়া পেয়ে মন হয় সদা অমলিন
বাবা আছে বলেই সুখে কাটাই প্রতিদিন
ঘর সংসারে সুখ সম্ভারে মায়াময় তারিন
কোনদিনও শোধ হবে না প্রিয় বাবার ঋণ
বাবার সাথে বেয়াদবি তাই তো করি বারণ।
২৬.০৬.২৩