কীর্তিমানেরা কীর্তি গড়েন
সখে সোনার বোটে চড়েন
আজব রাজার পিছন ধরেন
হামবড়া ভাব ভাবনা ভাবেন।
সত্য লুকান খই ফুটান কথায়
দর্শক শ্রোতা চেয়ে চেয়ে রয়
এমন আজব আজব কথা কয়
শুনেন যারা তারা অবাক হয়।
আজব রাজার আজগুবি বাহানায়
কীর্তিমানেরা কল্পকথা বানায়
খাটাখাটুনি করে তারা ভাড়ায়
আর হাঁচামিছা জনগণকে জানায়।
কীর্তিমানেরা আড্ডা বসায় তথায়
পরষ্পরে মশকরাতে সময় কাটায়
আমজনতা সব হারিয়ে রয় অসহায়
মাথায় রেখে হাত আহা নেই উপায়।