অজ্ঞতাকে পুঁজি করে
যোগ্য ভাবে যারা,
তাদের মতো বোকা মানুষ
আছে আর কারা?
অহংকারের বীজ বুনিয়া
পাপের চারা গজায়,
ফেরাউনি সভ্যতাতে তাদের
দেখতে পাওয়া যায়।
সমাজটাকে টুকরো টুকরো
কাঁচের মতো ভাঙ্গে,
সব ভালকে ভাসিয়ে দেয়
গভীর জলের গাঙ্গে।
চিত্ত তাদের তিক্ত থাকে
মাকালের মতো রুপ,
তাদের সাথে মিশে না কেউ
থাকেই কেবল চুপ।
সকল খবীস ঐক্য থাকে
বিশ্বাসী সব আলাদা,
ঐক্য থাকার প্রয়োজনে
দেয় না কেউ তাগাদা।
মনসুরাবাদ, ঢাকা।
12.12.2021