আঁতাত গন্ধ

সত্যের সন্ধানি সুপথের দিশারী
জালিমের সাথে আপোষ করে না।
আপোষ কথাটি বিশ্বাসের সাথে
কিছুতেই খাব্ খায় না।
আল্লাহ ছাড়া কাউকে ডরায় না।

কত না প্রাণ দিয়েছে জালিমের হাতে
গুম হয়েছে আরো কত জন।
ঘর বাড়ি হারিয়েছে আর দেহের’ঙ্গ
হারিয়েছে ধন সম্পদ মান সম্মান।
কি হলো! ওরা সে খবর রাখে না?

দুষ্ট বন্ধু থেকে প্রকাশ্য শত্রু ভালো
তবুও সাবধানে চলা যায়।
বন্ধুত্বের আবরণে দুষ্টু আচরণের সাথে
থাকা কত যে বড়ো দায়!
সত্য এগিয়ে চলুক এতে ধরে বায় না!

সত্যের সফলতা দেখে শত্রুর সাথে
তারা আঁতাতের গন্ধ পায়।
বড়ো বড়ো বুলি আওড়িয়ে চারিদিকে
আজগুবি গুজব ছড়ায়।
মানবতা মুক্তি পাক ওরা তা চায় না।

আঁতাত আঁতাত করতে করতে তারা
গলা শুকিয়ে হয়ে যায় কাঠ।
বিশ্বাস নামক শব্দটার সাথে থেকেও
না থাকার মতো ধরে ভান।
সত্যটা আসল থেকে সরে যায় না।

১০.০৭.২০২৩
মনসুরাবাদ, ঢাকা।