এটা কেমন!
ছেলের অপরাধে মাকে ধরা
এটা কেমন বিচার?
অতি উৎসাহীতে এসব করে
তারা কুলাঙ্গার?
কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ কি
পড়া যাবে না?
পড়লে বুঝি মুসলমানিত্বের কি
পরিচয় থাকবে না?
কেমন মুসলমান তোমরা দাবি
করো দিন রাত?
ভয়ের চোটে বার বার মরো
হও কুপকাৎ!
স্ট্যাটাস দেয়াতে হাম্লে পড়লে
পরিবারের উপর?
তোমরা কোন্ মায়ের সন্তান
বিবেক এত উর্বর?
আহবান করি ঐ মাকে দ্রুত
মুক্ত করে দাও!
নইলে এই অবিচারের জন্য
হবে পাকড়াও!
তিনি তোমার খবর রাখেন
পালাতে পারবে না!
তিনি যাকে কঠিন ভাবে ধরেন
তার উপায় থাকে না!
আলেমের মৃত্যু মানে জগৎ মরে
তা কি জান না?
জন্ম এবং মরণ কালে তাহাদের
কি দরকার হয় না?
কল্যাণপুর, ঢাকা।
২৩ আগষ্ট ২০২৩
০৮ ভাদ্র ১৪৩০
০৬ সফর ১৪৪৫