লাল সবুজে খোঁজে ফিরি
শহীদদের রক্ত,
ভালোবাসার ডালা সাজাই
হতে তাদের ভক্ত।

বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন
করছে প্রিয় বাংলাদেশ,
দেশের প্রতি ভালোবাসার
হয় না কখনো শেষ।

শ্রদ্ধা নিবেদন যাই করে যাই
সকল শহীদদের,
ঐ পারেতে আল্লাহ তাআলা
যত্নে রাখেন তাদের।

দে‌শের মানুষ যখন সবাই
করে শুধু দোয়া,
তাদের জন্য অন্তর থেকে
রইল প্রেমের ছোঁয়া।

এই বিজয় নিয়ে আসে সবার
সত্য পরিচয়,
মরণের পরের বিজয়টাই হবে
আসল বিজয়।

লেখা : মনসুরাবাদ, ঢাকা।
১৬.১২.২০২১