আসবে ডাক
যখন আসবে ডাক যেতে হবে
থাকার সুযোগ নাই,
কাজের মাঝে জীবন মূল্যবান
মরণ এক সত্য বাক!
হিসেবের খাতা যদি শূন্য হয়
ফলাফল সেরকম,
কেউ হবে না সাহায্যকারী
যতই থাক হাঁকডাক!
ডাক দেয় প্রতিদিন শত বার
প্রস্তুতি নাও দ্রুত,
শয়তানী রাত কাটাবে না
মন্দটা নিপাত যাক!
কাকে কখন ডাক দিবে হায়
কেউ তা জানে না,
ছোট থেকে বড়ো মাঝখানেও
সঠিকটায় নাও বাঁক!
মরণের সাথে কিছুই যাবে না
রয়ে যাবে সব কিছু,
পরিবার আত্মীয় স্বজন সবাই
পিছনে থেকে যাক!
কুরআন সত্যবাণী বিশ্বাসী মন
আলোকিত করে যায়,
উস্কে দেয় সত্যের বাতায়ন
বাকী সব পড়ে থাক!
দোয়ায় রাখে আপন স্বজনেরা
তাঁরই দয়ার আশায়,
চোখের জলে ভয়ের আকুতি
বাজবে না আর ঢাক!
ঢাকা-
২৯.০২.২০২৪