আর কত রক্ত ঝরালে
আর কত রক্ত ঝরালে তোমার
রাক্ষুসে হাত হবে নিবৃত্ত!
কত প্রাণের বিনিময়ে তোমার
কঠোরাত্মা আঁকবে নৃত্য!
ক্রান্তিকালে সবার হৃদয়ের ভাষা
বুঝা কত না প্রয়োজন!
তোমার কর্তৃত্ববাদী গোলা বারুদ
মৃত্যুপুরীর করে আয়োজন!
ইতিহাস কাউকে ক্ষমা করে না
তুমি তো তা জানো!
তবুও তুমি এক নির্মম ইতিহাস
গড়ছো তা কি ভাবো?
দু'কাঁধে দু'জন সম্মানিত লেখক
করে নিত্য বিরাজমান,
তাঁরা হুবহু সবই লিখে রাখছেন
নিখুঁত একটি ফরমান।
পাথর সমান তোমার মনটাকে
প্রভুর ভয়ে করো নরম,
জনোধিকার দিয়ে নীরবে নিভৃতে
নেত্র জলে করিও স্মরণ।
২১/০৭/২০২৪