আঁকড়ে ধরো

যে বানাইলো মানব জাতি
সাজানো গোছানো এই প্রকৃতি
তাঁকে ছাড়া কেমন করে চলো?

যোগান তিনি রিজিক তোমার
আরো খানাপিনা নানান বাহার
তাঁকে বাদে কার কাছে চাও বলো?

খালে বিলে মাছ করো কত চাষ
ধরে বিকিকিনি করো বারো মাস
দান করে যে তাঁকে কেন ভুলো?

শাকসবজি তরিতরকারি ও মাংস
কে রাখে যতন করে সবার স্বাস্থ্য
তবুও তাঁর প্রশংসা কেন নাহি করো?

থাকার জন্য বাসস্থান যিনি দেন
তাঁর সাথে করে যাও সদা প্রেম
তাঁর দেয়া নিয়ম সঠিক ভাবে মানো।

তিনিই করেন সব সমস্যার সমাধান
সঠিক ভাবে মেনে চলো তাঁর বিধান
বিদায় বেলায় শুধু তাঁকেই মনে রাখো।

তিনি হলেন তোমার আামার রব
ঢেলে দিলেন দুনিয়ায় যা আছে সব
শক্ত করে তাঁর রশিটি আঁকড়ে ধরো।

কল্যাণপুর, ঢাকা।
১৯ অক্টোবর ২০২২
০৩ কার্তিক ১৪২৯
২২ রবিউল আউয়াল ১৪৪৪