আঁধার থেকে আলোতে
হাতে আছে নিয়ামত তবুও
তারা বঞ্চিত,
এই নিয়ামত অন্যরা পেয়ে
হয় রোমাঞ্চিত।
আঁধার থেকে ফিরে আসে
তারা আলোতে,
অপূর্ণকে পূরণ করে নেয়
সব ভালোতে।
পথ হারা ছিলো পেলো দিশা
আনন্দ গৌরবে,
অতীতের সব ভুলেই গেছে
জড়িয়ে সৌরভে।
মনের দুয়ার খুলেছে তাদের
স্বর্গ সুখের জন্য,
বেদনা সরিয়ে সুখ পেয়েছে
হয়েছে তারা ধন্য।
নিয়ামত পেয়েও যারা হয়েছো
আলো থেকে বঞ্চিত,
এখনো সময় আছে ফিরে আসো
ভালো করো সঞ্চিত।
০৩-নভেম্বর-২০২২
১৮-কার্তিক-১৪২৯
০৭ রবিউস সানি ১৪৪৪