আমি উড়ন্ত পক্ষীর মতো দুরন্ত চলা
আমি পরের জন্যই থাকি আত্মভোলা।
আমি আকাশে উড়া মেঘের ভেলা
আমি জাগাই তাদের যারা পথ ভোলা।
আমি কাল বৈশাখীর ঝড় ঝঞ্জা
আমি শোষকের সাথে ধরি পাঞ্জা।
আমি বিউগল বাজাই উঠাতে তাদের যারা ঘুমন্ত
আমি ঘোড়ার পায়ের খুরের মতো চলি ছুটন্ত।
আমি দুর্বার করি চুরমার যারা মিথ্যায় করে ভর
আমি অগ্নি করি ভষ্ম যত আছে অন্যায়ের ঘর।
আমি তরুণ অরুণ আলোকিত করি সারা বিশ্ব
আমি তাদের পাশে দাঁড়াই যারা এখনো নিঃস্ব।
আমি মানিনা বাধা করি যা তা সব কল্যাণকর
আমি সত্যটা ছড়াই মন্দটা তাড়াই যা অবিনশ্বর।
আমি বলাকার মতো উড়ি অপরাধি ধরি আর সাবধান করি
আমি শত্রুকে বন্ধু বানাই এক সাথে থাকি করে জড়াজড়ি।
আমি ঈগলের মতো পাখা ঝাপটাই শিকার ধরি সঠিক নিশানি
আমি তাদের জন্য বাধা যারা সত্যের সাথে করে যায় নেকামি।
আমি দিকভ্রান্ত পথিকের পথের দিশা
আমি দূর করি তার মনের অমানিশা।
আমি দোলা দিয়ে যাই অন্তর প্রান্তর
আমি দুঃখী জনে শান্তনা দিতে থাকি নিরন্তর।
আমি যারা করে যায় ক্রন্দন তাদের হৃদয়ের স্পন্দন
আমি জানাই তাদের স্বাগত সুস্বাগত আন্তরিক অভিনন্দন।
আমি দলিত মথিত করি যত্তসব খবীস
আমি যা করি তাদের কাছে লাগে বিষ।
আমি মানবতা ভালোবাসি বারবার কাছে আসি
আমি সবার মুখে ফুটাতে থাকি সুন্দর মিষ্টি হাসি।
আমার যা আছে ভাই তা দিয়ে আমি সত্যের পথে লড়ি
আমার আচার আচরণ দিয়ে সকল মানবতার মন ভরি।
আমি কান পেতে শুনি শিকল পরাদের অশ্রুহীন কান্না
আমি ঝাপটে ধরি জালিমের হাত বলি আর বাড়িও না।
আমি কাল নাগীনির মতো ফণা তুলি
আমি ছোবল মারি যারা নিষ্ঠুর শকূনী।
আমি নির্ঘুম রাত কাটাই লুটিয়ে পড়ি হই নত
আমি সৈনকি সত্যের দৈনিক লড়ি অবিরত।
আমি আঁধার তাড়িয়ে আলো সাজাই হরদম
আমি থামাই না কিছুতেই আমার দুই কদম।
আমি যে আলো পেয়েছি সেই আলো নিভাতে দেই না
আমি হাত ভেঙ্গ করি গুড়গুড় নিভাতে আসে যে ই না।
আমি সাহসের সাথে চলি ছড়িয়ে অলি একেবারে নির্ভয়
আমি হতাশার হুতাসনে জ্বলে তাদের দিয়ে যাই অভয়।
আমি বিপ্লব আনয়নে সেই সেনাদল
আমি যোগাই সতত সবার মনোবল।
আমি চিন্তিত নই থাকিনা কখনো হতাশ
আমি ধৈর্যের সাথে নিজেকে করি প্রকাশ।
আমি দাউ দাউ করে জ্বলে উঠা আগ্নেয়গীরি
আমি জ্বালিয়ে যাই যারা করে মিথ্যা বাবুগীরি।
আমি সেই দমকা বাতাস উড়িয়ে নিয়ে যাই যত ধুলো ময়লা
আমি থাকতে দেই না যেখানে সেখানে মরীচিকা যত কয়লা।
আমি মা-বোনের ইজ্জত লুটায় তাদের গর্দান দেই মটকাই
আমি অন্যায় অনিয়মকে ভালোবাসে তাদের রশিতে লটকাই।
আমার মেধা প্রতিভা শক্তি সামর্থ যিনি দয়া করে করেছেন দান
আমার আমাকে তাঁকেই পেশ করবো তাঁর পথে হয়ে শহীদান।
আমি নিত্য সত্য দিবসের আলো
আমি মিথ্যা মাড়িয়ে দূর করি কালো।
আমি প্রেম ভালোবাসা বিলাই আজীবন
আমি রিক্ত হৃদয় সিক্ত করিতে করেছি পণ।
আমি নই শ্রান্ত নই ক্লান্ত দিব্যি চলমান
আমি সইতে পারিনা মানবতার অপমান।
আমি মুক্তিকামী মানুষের মুক্তির শেষ ভরসা
আমি হৃদয়ে পোষণ করি মুক্তির সেই আশা।
আমি কপোতের মতো শান্তির নিশান উড়াই
আমি মজলুমের কাছ থেকে ভালোবাসা কুড়াই।
আমি অবিচার থেকে সুবিচার ইনসাফ কায়েমে করে যাই চেষ্টা
আমি সুনন্দিত সমাজ বিনির্মাণে দেখে যেতে চাই তার শেষ টা।
আমাকে শিকল পরিয়ে যতই করিতে চাও শৃঙ্খল
ততই বাড়িবে ললটে তোমার যাবতীয় পয়মাল।
আমি জালিমের অন্তরে ভয়ের উদগীরণ
আমি তুলি ঝড় আসে যাতে তার কম্পন।
আমি তুলোধুণো ধুনি মুনাফিকের কর্মধারা
আমি প্রবাহিত করি চির সত্যের স্রোতধারা।
আমি বাতাসের আগে চলি জাগরণের কথা বলি জুলুম করতে নিপাত
আমি জালিমের জুলুম থামাতে করে যাই সজোরে চপেটাঘাত।
আমি ঘৃণা করা তরী ভরাডুবি করি মমতার হাত বাড়াই
আমি মাঝি হয়ে গড়ি প্রেমেরই তরী মানব সাগরে ভাসাই।
আমি দুর্গম পথ পাড়ি দিতে থাকি অদম্য অবিচল
আমি ধুলোমাখা ক্ষুধিতের মুখে হাসি ফুটাই সুবিমল।
আমি মজলুমের আর্তনাদ শুনি সহানুভূতির মালা গাঁথি ততকাল
আমি সন্ধ্যাতারার মতো জ্বলে উঠি নিবারণ করি কষ্ট থাকে যতকাল।
আমি কখনো অশান্ত কখনো প্রশান্ত প্রচার করি মানবতার বোল
আমি শরতের বাতাসে দোল খায় কাশফুল সেভাবে খাই দোল।
আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতার মতো কিঞ্চিৎ রুপকার
আমি করি সেবা পরিষেবা হয় হোক মানবতার উপকার।
আমি কবি ফররুখের সাহসিকতার প্রতিচ্ছবি
আমি হৃদয়ে আঁকি মানব মুক্তির বিপ্লবী ছবি।
আমি পিউ পিউ পাপিয়ার ডাক কোকিলের মিস্টি সুর
আমি পিছনে তাকাই না জানি আমার মঞ্জিল বহুদূর।
আমি আমাকে চিনি না চিনিয়াছি আমার সোজা পথ একটাই
আমি এই পথে শহীদ হতে জানি আঘাতে আঘাতে লহু ঝরে তাই।
আমি নূন খাই যাঁর গুণ গাই তাঁর এটাই প্রধান কাজ
আমি তাঁর জন্য বাঁচবো মরবো গড়বো সুখের সমাজ।
কে আছো বীর ভুজে ধরো শমশীর চারিদিকে আঁধার ভারি
তুমি জাগিলে দিগন্ত জুড়ে দেখা দিবে আলোর রশ্মি অতি তাড়াতাড়ি।
একটুও দেরী নয় আর মুসাফির দল অপেক্ষায় আছে তোমার
হাতে রেখে হাত গড়ে তোল একতা যত শক্তি বেশুমার।
হাল ছেড়োনা নাবিক তোমার পালে উঠবে অগণন যাত্রী দল
শত বাধা মাড়িয়ে এগিয়ে যাবে সম্মুখ পানে হবেনা কিছুতেই দুর্বল।
সাগরের উত্তাল উর্মীমালার মতো জোয়ার তোল মিথ্যা হোক টালমাটাল
উড়াতেই থাকো! উড়াতেই থাকো!! পরমানন্দে সত্য তরীর পাল।
লেখা : কল্যাণ পুর, ঢাকা।
১৩.০৯.২০২১