আমার মা ওগো মা প্রিয় মা
তোমায় শুধু মনে পড়ে
মা যে আমার অতি আপন
ভুলে থাকা যায় না তাঁকে॥
যে মা আমায় আদর করে
অসীম ভালোবাসে
সে মায়ের কথা মনে হলে
অশ্রুতে বুক ভাসে।
মায়ের স্মৃতি সামনে এলে
মমতায় হৃদয় কাড়ে।
অচিন দেশে অজানাতে
মহান প্রভুর কাছে
মা যে চলে গেছে
মা যে চলে গেছে
সুখে রাখো ওগো প্রভু
মা যে তোমার কাছে
মা যে তোমার কাছে
মা হারিয়ে কষ্ট জ্বালা
বেদনায় ব্যথা বাড়ে॥