আমার বিশ্বাস
আমার বিশ্বাস মাটিতে মিশিয়ে দিতে চায় যারা
বন্ধুত্ব নয় তাদের সাথে ইসলামের দুশমন তারা।
বয়কট করো তাদের উৎপাদিত সব জিনিসপত্র
গোপনে গোপনে এরা ইসলাম নিয়ে করে ষড়যন্ত্র।
এলজিবিটি মন্দ কাজ নিরন্তর তারা করে প্রমোট
উচ্চ বিদ্যাপিঠে এ কাজে তারা হয়েছে একজোট।
মুসলিম হয়ে মুসলিম দেশে কি করে ইহা সম্ভব?
এত নিচে নেমে গেছে কেন করে না তা অনুভব?
আমাদের বিবেকে শিক্ষা দীক্ষায় কি ঘুনে ধরেছে?
কেন যেন মনে হয় হিতাহিত জ্ঞানে মরিচা পড়েছে।
অভিশপ্ত কাজ সমাজ রাষ্ট্রে নিষিদ্ধ অসাংবিধানিক
শরীয়া বিরোধী এই কাজ হতে পারে না আধুনিক।
ব্যবসার পণ্য দিয়ে সবার মাঝে তা ছড়াতে চায়
বর্জন করো সেই পণ্য এগুবার পথ খুঁজে না পায়।
নানা নামে নানা অজুহাতে তরুণ যুবকের মাঝে
মিসগাইড করতে নানা ভাবে নানা রুপে সাজে।
এদের চিনতে হবে কঠোর ভাবে করতে প্রতিহত
ইসলামের সৌন্দর্যের দাওয়াত দিতে হবে অবিরত।
কলাকৌশলে ইসলামের অগ্রগতি থামানো যাবে না
তাঁর জৌলুস আরো বৃ্িদ্ধ পায় তা তারা জানে না।
দ্বীনের দিকে আহবান মুশরিকদের লাগে মর্মজ্বালা
বড়োই কষ্ট পায় কিন্তু এ জ্বালা কিছুতেই নিভে না।
বিদ্যার বোঝা মাথায় ঢুকায় কাজ করে না সে মতে
নিয়ম নীতির ধারধারে না চলতে থাকে অবাধ্যতে।
আমার বিশ্বাস আমার ঈমান আমার কাছে মূল্যবান
কারো কথায় কারো ব্যথায় হতে দেব না মুহ্যমান।
ঢাকা-
০১.০৪.২০২৪