আমাদের হবে জয়

আমাদের হবে জয়, কাটিয়ে সকল ভয়
কুরানের হবে জয়, অন্যায়ের হবে ক্ষয়।

দিয়েছি পাতিয়া বুক
দূরে সরাতে দুখ
আনিতে সকল সুখ
অন্তরে জেগেছে দৃঢ় প্রত্যয়।

পেতে শান্তির খোঁজ
চলিতেছি রোজ রোজ
তবুও রয় নিখোঁজ
চলছে অমানবিক করুণ সময়।

আসুক কুরআনের বিধান
প্রভু যে দয়ার নিধান
ইসলাম মুক্তির নিশান
কোনো কিছু হারাবে না নিশ্চয়।

কাজে নয় অবহেলা
নয় কোনো আত্মভোলা
এখনই সময় এই বেলা
গভীর মননে থাকবে নির্ভয়।

আমাদের হবে জয়, কাটিয়ে সকল ভয়
কুরানের হবে জয়, অন্যায়ের হবে ক্ষয়।

কল্যাণপুর, ঢাকা।
০৫.০৯.২০২২