আল্লাহু আকবার

কোটিজন যেখানে নীরব
একজনই বড় শক্তিশালী
বিশ্বাস যখন নিখাদ থাকে
বিপদে আপদে ডরে না সাহসী
শত বাধার হাতছানি সম্মুখে
সামনে পিছনে ডানে বামে
মনুষ্যরুপি হিংস্র হায়েনা ও
বিষাক্ত ‌‌‌‌‌‌‌দাঁতন  আঘাত
ধৈর্যের পরাকাষ্ঠায় পারঙ্গম
তবুও নয় প্রতিঘাত, শুধু প্রতিবাদ
হিজাব পরার অধিকার
ফিরে পেতে মুসলিম নারীর
বারুদের মতো জ্বলে উঠা
মহা এক আন্দোলন,
আল্লাহু আকবার ধ্বনি শক্তিময়
এবং সত্যের অতন্ত্র প্রহরী।

কল্যাণপুর, ঢাকা-১২০৭
০৯-০২-২০২২