আল্লাহ নামের
আল্লাহ নামের মধুর ডাকে
মনে আনে সুখ,
মিষ্টি মাখা সেই ডাকেতে
দূর হয় দুখ।
নিরবধি তাঁর স্মরণে মোর
ভরসা আসে প্রাণে,
অবিচল থাকার শক্তি পেতে
থাকি সদা উম্মুখ।
যিনি হলেন রিযিক দাতা
অভাব পূরণকারী,
তাঁর দয়াতে আর মায়াতে
সারে সব অসুখ।
নিয়ামত ভরা জীবনখানী
সবই দিলেন ঢেলে,
অবিরত নত শিরে দাঁড়াই
বিনীত হই সম্মুখ।
কল্যাণপুর, ঢাকা।
২৮.০৮.২০২২