আলজুমুআ সপ্তাহের সেরা দিন
মিলিত হওয়ার সোপান
ভ্রাতৃত্ব ভালোবাসা মহান
শুভ্রোজ্জ্বল উপদেশ আলোর বীন।
সিজদায় লুটিয়ে পড়ে বিনয়াবনত
ক্ষমা পাবার আশায়
অশ্রুতে নেত্র ভাষায়
আত্মসমর্পন করে সবাই অবিরত।
সফেদ পোশাকে খুৎবা দেন খতীব
মনোযোগে শুনে নির্দেশনা
বাস্তবায়নে পায় প্রণোদনা
হৃদয় প্রান্তর নির্মল সতেজ সজীব।
সত্যের হাবল বিভেদের জন্য নয়
সামাজিক সৌন্দর্যের বিকাশ
ভুলিয়ে দেয় সুখের পিয়াস
আবেশিত নির্মিলীত সকলেই রয়।