একটি পাখি
একটি পাখি বলল ডাকি
মিষ্টি সুরে সুরে,
ভাব জমাতে কাছাকাছি
আসে ঘুরে ঘুরে।
সেই পাখিটার নেত্র কোণে
জ্বলে রেটিনা,
লাবণ্যময় সৌন্দর্য ছাড়া আর
কিছু দেখিনা।
পাখপাখালি কিচিমিচির ডাকে
সুর শুনিয়ে যায়,
বনবনানী গাছগাছালির ফাঁকে
উড়ে উড়ে বেড়ায়।
পাখিদের মায়াভরা চাহনি
দৃষ্টি কেড়ে নেয়,
ধরতে গেলে সেই পাখিরা
ভয়ে দৌড় দেয়।
আদর করে ডাকলে তাদের
বলি আয় আয়,
সাহস পেয়ে সব ভুলে তারা
বন্ধুত্ব পাতায়।
নানা রঙয়ের নানা জাতের
মিষ্টি মধুর পাখি,
দেখলে তাদের মনটা জুড়ায়
আরো জুড়ায় আঁখি।
২৮.০৭.২০২২,
কল্যাণপুর, ঢাকা।