একটি নেকী
একটি নেকী আছে শুধু
বাকি সব পাপ!
রব্বে কারীম মালিক থেকে
কেমনে পাবে মাফ?
একটি নেকীর জন্য অন্যজন
পাইতেছে না মাফ?
একটি ছাড়া পার পাবে না
জানিয়ে দিলেন সাফ!
নেকীর খোঁজে সেই সাথিটা
গেল নেকওয়ালার কাছে,
নেকওয়ালা সে নেকীটা দিল
ভাইটি যাতে বাঁচে ।
এই দুঃসময়ে কে দিল নেকী
প্রভু জানতে চায়!
দুই জনকেই মাফ করিলেন
তাঁর অপার দয়ায়!
(প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের-
বাণী অবলম্বনে রচিত)
০৮.০৮.২০২২
কল্যাণপুর, ঢাকা।