একটি দোয়া

ক্ষমা করো তারে, যে গেলো তোমার তরে হে প্রভু
তুমি ছাড়া তার আশা ভরসার আর নেই কেউ কভু
দয়া করো, মাফ করো যখন রবে সে কবরের মাঝ
মেহমাদারীকে করো এমন, মর্যাদাপূর্ণ নতুন সাজ।
এবং তুমি তার কবরকে প্রসারিত করে দাও
সলিল, শিলা ও বরফ দিয়ে ধৌত করে নাও
সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার হয় যেমন
তার গুনাহ সমূহকে পরিস্কার করে দাও তেমন।
তার আবাসনের পরিবর্তে উত্তম আবাসন দাও
তার পরিবারের  পরিবর্তে উত্তম পরিবার দাও
তার জোড়ের পরিবর্তে উত্তম জোড় দান করো
তাকে জান্নাত দিয়ে জাহান্নাম থেকে রক্ষা করো।

উৎস: একটি গুরুত্বপূর্ণ হাদীস অবলম্বনে রচিত

২৭.০৫.২০২৪