একটি বছর অতীত হয়
আরেক বছরের জন্য
গেল বছর যা পেয়েছি
কৃতজ্ঞতায় হই ধন্য।

গেল সালের সব ব্যর্থতা
মুছে ফেলে সামনে,
এগিয়ে যাবার পরিকল্পনা নিবে
নিজ নিজ কল্যাণে।

একটি বছর অতীত হলো
সকল বোঝা নিয়ে,
কারো জন্য সময়টা ছিলো
সফল-বিফল দিয়ে।

নববর্ষ বলে, আনন্দ পূর্তিতে
বানালে পাপের ঘর,
সবার জন্য নিয়ে আসি ভালোটা
করি না কাউকে পর।

সকল কাজের স্বাক্ষী থাকি
নিত্য যারা করে,
ভালো মন্দ এক থাকে না
সারা জীবন ভরে।

আফসোস্ করা উচিৎ সবার
একটি বছর গেলো,
জীবন থেকে কমলো বুঝি
পাপ না কত জমলো!

ভালো যা করা উচিৎ ছিলো
পাপের পাল্লাই ভারি,
সময় কারো জন্যই থামে না
পুরায় তাড়াতাড়ি!

কল্যাণপুর,ঢাকা।
০৪.০১.২০২২