একা একা

একা একা অনেক দূরে
নেয় না কেউ খবর,
মরণসম অপেক্ষায় থাকে
ধরে কঠিন সবর।
সে তো তারে মিস করে
কেউ কি তা জানে,
তবুও সে বুঝতে পারে
রাখে তারে প্রাণে।
ফুলের ঘ্রাণে মৌমাছিরা
আসে উড়ে উড়ে,
বাগিচায় ফুল ফোটে ঐ
দেখে মন জুড়ে।
গোলাপের প্রেম ঝুড়িতে
জুঁই তার সই,
ভালোবেসে ডেকে বলে
দূরে যাও কই?
ঘৃণা কিংবা অবজ্ঞা নয়
ভালোবাসা দাও,
মহৎ কাজের মাধ্যমে
কাছে টেনে নাও।
দৈহিক দূরত্ব যতই থাক
মনটা থাকুক কাছে,
প্রেমে প্রেমে প্রাণের মিলে
বন্ধন অটুট থাকে।


২৭.০৬.২৪