আজব রাজার তাজব কথা
শুনে সবাই হাসে,
অদ্ভুতুড়ে কথামালায়
প্রাণী সমাজ কাশে!!

প্রজার প্রতি রাজার বাণী
পানি খেয়ে বাঁচ,
দাম বেড়েছে সব জিনিসের
দু’ঠেং তুলে নাচ।

তাজব কথা শুনে প্রজা
একেবারেই চুপ,
চুপ থাকিলেই রাজা খুশি
নইলে আছে কূপ।

বুক ফাটে তো মুখে কুলুপ
এটাও রাজার সয়না,
প্রজাদেরকে শাস্তি দিতে
খোঁজে নানান বায়না।

প্রজা খোঁজে এমন রাজার
রাখবে না যে দুখে,
রাজা প্রজা সবাই থাকবে
আনন্দে ও সুখে।

প্রজার জন্য কাজ করবে
শান্তি যাতে আসে,
ত্যাগী হবে জাতির সুখে
বেদন বিনাশে।

১১.০৪.২০২২
কল্যাণপুর, ঢাকা।