আযান

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহ অতিবড়, আল্লাহ অতিবড়
তাওহীদের আলোতে জীবন গড়।

আশহাদু আল্ লা-ইলাহা ইল্লাল্লাহ্
স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
খালেছ নিয়তেই আমল করতে হবে সবাই।

আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ্
আরো স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রাসূল,
রাসূলের আনুগত্য হোক সঠিক এবং নির্ভুল।

হাইয়া আলাস্ সালাহ্, হাইয়া আলাস্ সালাহ্
সালাতের দিকে আসো, সালাতের দিকে আসো,
একনিষ্ঠ আমলে কুরআনের জ্ঞানেতে ভাসো।

হাইয়া আলাল্ ফালাহ্, হাইয়া আলাল্ ফালাহ্
সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো
উত্তম জীবন গড়ে মন ভরে হাসো।

আচ্চালাতু খাইরুম্ মিনান্ নাওম্
(ভোরের) ঘুম থেকে নামাজ ভালো,
নামাজ দূর করে অশ্লীল পাপ আঁধার কালো।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার
আল্লাহ অতিবড়, আল্লাহ অতিবড়
তাওহীদের আলোতে জীবন গড়।

লা--- ইলাহা ইল্লাহ্
আল্লাহ ছাড়া কোনো ইলাহ্ নাই,
তাওহীদের ভিত্তিতে সবাই হয়ে যাই ভাই ভাই।

দৈনিক পাঁচবার সুললিত কণ্ঠে সুমধুর সুরে-
মুয়াজ্জিন ডেকে যায় ধমনীকে নেড়ে যায়,
আর বলে যায় অপবিত্রতা থেকে থাকতে দূরে।

কল্যাণপুর, ঢাকা।
২৮.১২.২০২১