আগামীর পথে
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
আগামীর পথে শুনি, কুরআনের বাণী,
ক্ষয় নাই ওরে ক্ষয় নাই,
নিরাপদে প্রাণ, রবে অম্লান,
ভয় নাই ওরে ভয় নাই।
কুরআনের পথে জান, যে করিবে দান,
জয় ছাড়া কিছু নাই।
সাজানো বাগান, আছে হুর গিলমান,
দ্বিধাহীন পাবে তাই।
কুরআনের শাসন, সঠিক ভাষণ,
সমাজে কায়েম হয়
দুর্নীতি শোষণ সরিবে যোজন যোজন
ভয় রবে অন্তরময়।
কুরআনের সম্মান, ছড়ায় সারা দিনমান,
দেশ হতে দেশান্তরে।
তারও বাড়ে সম্মান, হয় সদা খ্যাতিমান,
জন হতে জনান্তরে।
মনসুরাবাদ, ঢাকা
২০.০৯.২০২৩