আফসোস্
নিজ সন্তান যদি করে অপমান কিংবা জীবন নাশ?
পরিবারে সব কিছু হয়ে যায় এক্কেবারেই সর্বনাশ!
আর্থ-সামাজিক বিপর্যয়ে এমনই কিছুর আনাগোনা,
অহরহ দেখা ও শোনা যায় সর্বত্রই ভয়াবহ দুর্ঘটনা।
পিতা মাতা অসহায় থাকে বখাটে সন্তানের আচরণে
নৈতিক শিক্ষা আজ উধাও এ সব অপরাধ নিবারণে।
রক্ষণশীল পরিবারেও আছে সন্তানের বেপরোয়া ভাব,
ওদেরও মন মগজে বিরাজ করে ইবলিশী মনোভাব।
পরিবার সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সুশীল সমাজ,
সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক সুসন্তান তাজ!
একক প্রচেষ্টায় কখনো সম্ভব হয়না প্রকৃত সন্তান গড়া,
পারিপার্শ্বিক পরিবেশ যদি প্রসন্ন না থাকে আগাগোড়া।
অচরিত্রের প্রভাবে নতুন প্রজন্ম হয় সমাজে বখাটেপনা,
ওরাতো পায় না ঐ সমাজ থেকে সঠিক দিক নির্দেশনা।
যারা নির্দেশনা দেয় তারা মাড়াতে হয় কন্টকাকীর্ণ পথ,
অধার্মিকেরা সঠিকের বিপরীতে দেয় অসঠিক মতামত।
নষ্ট হওয়ার উপকরণ ঠিক ওদের হাতে পৌঁছে সুলভে,
অবাধ স্বাধীনতা ও শাস্তিহীনে গিয়েছে সঠিক পথ ভুলে।
সঠিক পরিকল্পনা নিতে হবে সুশোভিত সমাজ গড়তে,
অস্ত্র বা নেশা নয় তুলে দিতে হবে ইসলামী বই পড়তে।
আরো তুলে দিতে হবে বিজ্ঞান মনস্ক ও গবেষণার বই,
নিজেকে জানবে দায়িত্ব নিয়ে আনন্দে করবে হই চই।
পরিবার ও সমাজ সুস্থ্য থাকলে সুস্থ্য থাকবে সেই দেশ,
হবে নেত্র জুড়ানো তাক লাগানো মনের মত বাংলাদেশ।
কল্যাণপুর, ঢাকা।
১৭.০৮.২০২২