আমি এক অধম গুনাহগার
ভুলচুক হয় বার বার
আশায় থাকি তোমার দয়ার
ওগো প্রভু দয়ারাধার।
অনুশোচনায় ধিক্কার দেয়
নফসে লাউয়ামা
বাজাবে না কিছুতেই মন্দের ঢোল
শয়তানী দামামা।
নফসে আম্মারা মন্দ করতে
উসকানী দেয় আর দেয়
মজাদার করে সামনে রাখে
সুস্বাদু খাবারের নেয়।
নফসে মুত্বমাইন্না গুণ অর্জন
করতে হবে কঠোর সাধনা
চেষ্টা প্রচেষ্টাই সুপথ দেখাবে
যারা করে জান্নাত কামনা।
পাপমুক্ত জীবন দাওগো প্রভু
যবে হবে কল্যাণকর
ভালো কাজের সাথে দাওগো মরণ
হয় যেন সত্যেরাকর।