আবু সাঈদ(বেরোবি)
বুক সটান করে দু’হাত মেলে
সাহসী যুবক দাঁড়িয়েছিল একটি
প্রতিরোধকারী দেয়াল হিসেবে।
তাঁর আবেগকে মূল্য না দিয়ে
নিঠুর হাতের ইশারায় বুলেটে
বুক ঝাঁঝরা করলো কমবখত।
তরুণ সমাজ জাগে আবেগে
চিত্ত তাদের সহজ সরল নরম
অসহিষ্ণু শাসক রাক্ষুসে খাদক।
আবু সাঈদ জাগালে ঘুমন্তকে
তব তরতাজা রক্তের বিনিময়ে
তোমার সাহস হিম্মত অভুলনীয়।
১৮.০৭.২০২৪