এ কোন্ খেলা খেলছে তারা
কুফরি আগুনে পুড়ছে যারা।
এমন কাজ করতে যায়-
তাওহীদ বিশ্বাসী কষ্ট পায়।

কেউ বা আবার বসে বসে
তামাশা গুলো দেখে হাসে।
অন্যের ঘাড়ে দোষ চাপাতে
আসে না বাধা বিবেকটাতে।

বিবেকে তারা লাগিয়ে তালা
সত্যটাকে বলে কালা।
আগ বাড়িয়ে যায় নাড়িয়ে
রেখে ভেজাল যাও পালিয়ে।

সাহস পেয়ে ওরাও কম না!
অনুভূতিতে দেয় যে হানা।
সুন্দরের রং মুছিয়ে দিয়ে
ষড়যন্ত্রের জাল যায় বুনিয়ে।

কল্যাণপুর, ঢাকা।
১৪-১০-২০২১