২২ গিয়ে ২৩ এলো
২০২২ এর শেষ মাস ডিসেম্বর-
কালের গর্ভে হারালো ৩৬৫ দিন,
বছর শেষ হবার বাজিলো বীন।
কী পেলাম আর কী দিলাম
ভাবনাটা এসে যায় তেমনি,
না পেলেও কী দিলাম
সেটাই আসল কথা,
দিতে না পারার ব্যথাটা কেন
যেনো কষ্টকর, খুবই বেদনার
আফসোস! বহু কিছু দেয়ার
দরকার ছিলো, কিন্তু হয়নি।
অক্ষমতা সব পিছিয়ে দিয়েছে
এবার দৃঢ় পরিকল্পনা নিতে হবে
আর কেউ যেনো বঞ্চিত না হয়
পরিবার, স্বজন, প্রতিবেশীদের
সবার যাতে কল্যাণ হয়
অকল্যাণ থেকে সবাই দূরে রয়।
আগামীর দিকে এগুতে হবে
সুপরিসর পরিকল্পনা নিতে হবে
দূরে সরিয়ে সকল ভয়।
সুখ সমৃদ্ধি বয়ে আনুক আগামী-
অপসংস্কৃতি থেকে মুক্তি পাক
নতুন বছর হোক আলোময়,
স্বাগতম, সুস্বাগতম জানাই ২০২৩!
কল্যাণপুর, ঢাকা।
০১ জানুয়ারী ২০২৩
১৭ পৌষ ১৪২৯
০৭ জমাদিউস সানি ১৪৪৪