আমি নির্বোধ নিয়মহীন এক ছাত্র,
জাগ্রত থাকি অর্ধেকের বেশি রাত্র।
ঘুম থেকে উঠতে পারিনা ভোরে
তাই তো স্কুলে যায় দেরি করে।
বিদ্যালয়ের নিয়মনীতি অনুসারে,
দুষ্কর্মের বিশাল বুঝা আমার ঘাড়ে।
আজও দেরি করে চলেছি স্কুলের অভিমুখে,
হতাশার স্পষ্ট ছাপ মোর পলকহীন চোখে।
এতদিন বেঁচে গেছি, ছিল শিক্ষকের প্রীতি
আজ হয়ত পালিত হবে যথাযথ নীতি।
কিন্তু শিক্ষক দিলেন না তেমন সাজা,
মন আমায় দিয়েছে কঠিন এক ভাজা।
মনের সাজায় এখন আমি ভারাক্রান্ত
বদলেছি রুটিন, পেয়েছি হেলার প্রান্ত।