পড়ন্ত এই দিবাকরের
আলোকরশ্মির ভিড়ে,
চলেছি আমি স্বপ্নিল
স্মৃতিবিজড়িত পথ ধরে।
অনেকে ঘুরতে এসেছে
দেখেছি আমার পিছে,
সবাই এসে বসবে হয়ত
রেইনট্রি গাছটির নিচে।
হাওড়ের মধ্যদিয়ে চলা
অপূর্ব এ পথে এসে,
মন আমার মুগ্ধতায়
প্রকৃতির ঢেউয়ে ভাসে।
এই পথে এখন সাইকেল
রিকসাসহ নানা যান চলে,
কিছুদিন পর এই পথ
ভাসবে ঊর্মিময় জলে।
বর্ষাকালে নৌকা চলে
পথ ডোবানো পানিতে,
দল বেঁধে এই রাস্তায়
চলে আসি নাইতে।
অতি দূর-দূরান্ত থেকেও
অনেকে এই পথে আসে,
প্রকৃতির সৌন্দর্য দেখে
মনটা তাদের হাসে।
এই পথের সুদৃশ্য রূপে
আমি পড়েছি তার প্রেমে,
গর্বিত আমি, এই পথ
আমাদের গ্রামে।