বন ময়ূরীর বিয়ে হবে
বনে খুশীর ধুম,
পায়রা ঘুঘু নাচলো অনেক
ডাকলো বাকুম কুম।
হঠাৎ এল চিল মাতুব্বর
করলো যে চিঁ চিঁ,
শুনে তাহা পাখি কূল
বললো যে ছি ছি।
মনের দুঃখে কাঁদলো ময়ূর
ময়ূরী মরে শোকে,
চিলটাও মরলো ক’দিন বাদে
গাছের ডালে থেকে।
এলে বেলে আবোল তাবোল
কথার ফুলঝুরি,
তখন থেকে জায়গাটির নাম
হলো চিলমারী।

ছড়া-১৫

মোঃ মজিবুর রহমান
১৮-০৪-২০১৫ ইং।