যে দিন থাকবনা আমি
আকাশের নীল ফ্রকে আমার ঠিকানা খুঁজবি তুই
মেঘ বালিকা সে আমার জানা হয়ে গেছে
বহুকাল আগে।
মাঠের কোনে বসে বড় অনিমিখ রাখাল বালক
তুই যে বাজাবি মোহন বাঁশী
মাথায় মাথালি দিয়ে,
জানি ইথারে কম্পন তুলে খুঁজবি তুই আমাকে
সুরের বুর্জোয়া হাহাকারে।
আর মাঠে মাঠে তুই যে মলুয়া সরোজিনী,
কেবলি গাল ভরে চুমু দিয়ে যাস
ধান পাট রাই সরিষার ডগায়,
সেই ফিঙ্গে বালিকা, জানি আমি, তুই আমাকে
ফিরবি খুঁজে
ভাঙ্গা আতশি কাঁচের চৌচির ব্যাথা নিয়ে।
মোঃ মজিবুর রহমান
১৬-০৪-২০১৫ ইং।